সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৮ জুন,,,
উল্টো রথকে কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো ত্রিপুরা। ঊনকোটি ত্রিপুরা জেলার কুমারঘাটে উল্টো রথে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তারের সংস্পর্শে ঘটনাস্থলেই হতাহত হয়েছেন বহু সংখ্যক পুণ্যার্থী। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে কুমারঘাটের ব্লক চৌমুহনীতে বুধবার দুপুরের পর এই দুর্ঘটনা ঘটে। ইসকন কুমারঘাট এর উদ্যোগে রথযাত্রার আয়োজন হয়েছিল।
উল্টো রথে ভক্তিভরে অংশ নেন পুন্যার্থীরা । কিন্তু ব্লকচৌমুহনীতে যেতেই রথের চূড়া ১৩৩ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তারের সংঘর্ষে চলে যায়। সঙ্গে সঙ্গে রথের লোহার অংশে যেসব পুণ্যার্থী ছিলেন তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সংস্পর্শে ঘটনাস্থলে মৃত্যু হয় অনেকের। অনেকের শরীর বিদ্যুতের ছুবলে আগুনের ঝলসে যায় । আহত হন কয়েকজন।
ঘটনার সময় হাজারো প্রত্যক্ষদর্শী এবং কয়েকজন আরক্ষা কর্মী থাকলেও বিদ্যুতের সংস্পর্শে আসার ভয়ে কেউ তাদের বাঁচানোর চেষ্টা করেনি। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে মৃতের সংখ্যা ৭ জন। মৃতদের মধ্যে দুইজন শিশু রয়েছেন বলে জানা গেছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা রাজ্যের শোকের র ছায়া নেমে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক টুইট বার্তায় এই ঘটনায় শোক জানিয়েছেন। সেই সাথে সব সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে ছুটে যান এবং হতাহতদের খবর নেন।
অন্যদিকে ত্রিপুরার কুমারঘাটে উল্টো রথে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের খবরে শোক জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের টুইট বার্তায় শোক প্রকাশ করেন।
একইভাবে এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের সরকারিভাবে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
Recent Comments