প্রতিধ্বনি প্রতিনিধি,,তেলিয়ামুড়া,, ৩ জুলাই,,
সৎ বাবার বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগে কলঙ্ক তৈরি হলো তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভার চামপ্লাই এলাকায়। অভিযোগ সপ্তম শ্রেণীর এক নাবালিকা দীর্ঘদিন তার সৎ বাবার লালসার শিকার হচ্ছিল। লাগাতর নির্যাতনের শিকার হয়ে ১৩ বছরের নাবালিকা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে স্কুলে যাওয়ার পর ভয়ে বাড়ি যেতে চাইছিল না। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি একটি সামাজিক সংগঠনকে জানায়।
পরবর্তীকালে সমস্ত ঘটনা জানার পর চাইল্ড ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে থানায় মামলা করা হয়। মঙ্গলবার থানায় মামলা হওয়ার পর তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ সেই পাষণ্ড সৎ বাবাকে গ্রেফতার করে । পুলিশ মামলা নিয়ে তদন্ত করছে। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।
Recent Comments