সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৪ অক্টোবর,,
শ্বশুর বাড়িতে নাবালিকা গৃহবধূর ফাঁসিতে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শ্রীনগর থানাধীন আনন্দনগরে। মৃত নাবালিকা গৃহবধূর নাম নিলু ঋষি দাস (১৬)। স্বামীর নাম অরুপ ঋষি দাস। মঙ্গলবার রাতে স্বামীর বাড়িতে নীলুর ফাঁসিতে মৃত্যু হয় বলে জানা গেছে। নীলুর বড় বোনের অভিযোগ, ভালোবাসার সম্পর্কে পাঁচ মাস আগে নীলুর বিয়ে হয়েছিল আনন্দনগর এলাকার অরূপ ঋষি দাসের সাথে।
কিন্তু সামাজিকভাবে বিয়ে হওয়ার পর থেকে স্বামী অরূপ, তার বড় ভাই এবং শ্বশুর শাশুড়ি মিলে নীলুর উপর প্রচন্ড অত্যাচার করত বলে অভিযোগ। দুদিন আগেও নিলুকে প্রচন্ড শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বলে তার বোনের কাছে ফোন করে অভিযোগ করেছিলেন। সেই ফোন বার্তালাপের ভয়েস রেকর্ড রয়েছে নীলুর বাপের বাড়ির কাছে। সেই অভিযোগের দুদিনের মাথায় নীলুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ নিলুকে খুন করে তার দেহ ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে নীলুর বাপের বাড়ির লোকজন পুলিশের কাছে অভিযোগ জমা করেছেন বলে জানা গেছে।
Recent Comments