কুর্তি ,,১৬ আগস্ট,,
গোটা রাজ্যের সাথে শুক্রবার ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হল ধর্মনগর কদমতলা কুর্তি দ্বাদশমান ফাজিল মাদ্রাসায়। এদিন সকাল আটটায় স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আব্দুল কাইয়ুম। সঙ্গে ছিলেন প্রবীণ শিক্ষক ফয়জুল হক, প্রমথ দেবনাথ, গনেন্দু শেখর দাস, হোসেন আহমেদ সহ অন্যরা। জাতীয় পতাকা উত্তোলনের পর মাদ্রাসা স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা সহ বিভিন্ন স্লোগান হাতে নিয়ে একটি সুসজ্জিত পদযাত্রা বের করেন। এই শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এবং স্নাতকোত্তর শিক্ষক প্রমথ দেবনাথ স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং দেশের অগ্রগতিতে ছাত্র সমাজের গুরুত্ব তুলে ধরেন। একইভাবে বর্তমান সময়ে ত্রিপুরায় মাদ্রাসা শিক্ষার উন্নত ব্যবস্থাপনা এবং মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাত্র-ছাত্রী তৈরি হওয়ার বিষয়টি তুলে ধরেন শিক্ষক হোসেন আহমেদ।

প্রসঙ্গত রাজ্যের সরকার পরিচালিত ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম হলো কুর্তি ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। আরবি শিক্ষার পাশাপাশি এসসিইআরটি পরিচালিত পাঠ্যক্রম অনুযায়ী আধুনিক শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা স্কুলে। চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে মাদ্রাসার একাধিক ছাত্র-ছাত্রী ধর্মনগর মহকুমার বিভিন্ন স্কুলের তুলনায় অন্তত ভালো ফলাফল করেছে।
Recent Comments