সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৬ই জানুয়ারি,,
ভারতের স্বচ্ছ শহর হিসেবে পুরস্কার পেল আগরতলা শহর। ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৫৪ টি শহরের সাথে আগরতলাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন ভারতের সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৩ প্রতিযোগিতা হয়েছিল। দেশের ৪৪৭৭ টি পুর এলাকা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় জয়ী হওয়া ৫৪ টি শহরের মধ্যে অন্যতম হয়েছে আমাদের আগরতলা শহর। মেয়র জানান এই পুরস্কার পাওয়ার পর নাগরিকদের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আগরতলাবাসিকে আমরা একটি স্বচ্ছ ,দূষণমুক্ত এবং যানজট মুক্ত শহর উপহার দিতে চাই।এদিনের সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়র সহ ডেপুটি মেয়র এবং সহকারী কমিশনার উপস্থিত ছিলেন।
Recent Comments