সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৭ ফেব্রুয়ারি,,
নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। জেলা ও দায়রা জজ সুনীল কুমার সিং বুধবার এই রায় ঘোষণা করেছেন। ঘটনার বিবরণে বাদী পক্ষের আইনজীবী এপিপি অরবিন্দ দেব বলেন ৮ মে ২০২০ সালে এডি নগর থানা এলাকাতে নিজের স্ত্রী অনিমা চক্রবর্তীকে ঘরের মধ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিলেন গৌতম চক্রবর্তী।

মৃত অনিমা চক্রবর্তী।
সেদিন রাতে তাদের ছেলে নয়ন চক্রবর্তী বাড়িতে ছিলেন না। পরদিন সকালে বাড়ি ফিরে নয়ন চক্রবর্তী বিছানার উপর মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। নয়ন চক্রবর্তী নিজের পিতার বিরুদ্ধে এই খুনের অভিযোগ দায়ের করেছিলেন। এডি নগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং খুনের মামলা নিয়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা করে। সেই চার্জ সিটের উপর ভিত্তি করে আদালতে মামলার শুনানি শুরু হয়। মঙ্গলবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং বুধবার সাজা ঘোষণা করে। স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের ঘোষণা দিয়েছে আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জন্য অভিযুক্তকে জেলে থাকতে হবে। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মৃতার ছেলে সহ পরিবারের অন্যান্য লোকজন।
Recent Comments