Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরস্কুলের ভেতরে সঙ্ঘবদ্ধ হামলায় আহত ছাত্র; ভবিষ্যৎ নিয়ে শংকিত অভিভাবক মহল।

স্কুলের ভেতরে সঙ্ঘবদ্ধ হামলায় আহত ছাত্র; ভবিষ্যৎ নিয়ে শংকিত অভিভাবক মহল।

প্রতিধ্বনি প্রতিনিধি ,, লংতরাইভ্যলি,, ২৫ জুলাই,,

রাজ্যে রাজনৈতিক লাভের জন্য ষড়যন্ত্রকারীদের তৈরি করা সামাজিক হিংসার প্রভাব এবার সংক্রমিত করছে স্কুলের গণ্ডিকে ? ছৈলেংটা স্কুলের ভেতরে নবম শ্রেণীর এক ছাত্রকে একদল ছাত্রের গোষ্ঠীগত হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর এই অভিযোগ অভিভাবক মহলের একাংশের। অভিযোগ ভয়ানক কায়দায় সঙ্ঘবদ্ধভাবে ১৩ থেকে ১৫ যুবক স্কুল ড্রেস পড়া অবস্থায় এক ছাত্রকে ক্লাসের ভেতর থেকে ঘাড়ে ধরে বাইরে নিয়ে যায় এবং প্রচন্ডভাবে মারধর করে। ইচ্ছেমতো পিটিয়ে তাকে হুমকি দেওয়া হয় সে যাতে পরিবার কিংবা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি না জানায়। সঙ্গবদ্ধ মারে গুরুতর আহত ছাত্রকে পরে স্কুটিতে করে বাড়িতে পাঠানো হয়। এই ঘটনা বৃহস্পতিবার লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আহত ছাত্রের নাম রাজু দেবনাথ।

(ছাত্রের সঙ্গে ঠিক কি হয়েছিল ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

রাজু দেবনাথ এর মায়ের অভিযোগ সামান্য একটি বিষয় নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে একদল ছাত্র রাজু দেবনাথকে স্কুল থেকে ধরে বাইরে নিয়ে যায় এবং প্রচন্ডভাবে মারধর করে। সেই ঘটনার ভিডিও স্কুলের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। রাজু দেবনাথের মায়ের আরও অভিযোগ শুধু এই একটি ঘটনা নয়, স্কুলের ভেতর এমন একাধিক ঘটনা সংঘটিত হয়েছে। সংঘবদ্ধভাবে ছাত্রদের একটি গোষ্ঠী সাধারণ ছাত্র ছাত্রীদের উপর হামলা করছে এবং মারধর করছে। রাজু দেবনাথের মা ছেলের উপর হামলার ঘটনা স্কুল কর্তৃপক্ষকে জানানোর পর আগামী রবিবার এই বিষয়ে ম্যানেজিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। ম্যানেজিং কমিটির বৈঠকে সেই ঘটনার সমাধান করা বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। কিন্তু অভিযুক্ত ছেলেরা স্কুলের প্রধান শিক্ষক তিনবার স্কুল কর্তৃপক্ষের নির্দেশ মানতে চায় না। যে কোন ঘটনায় তারা সঙ্গে বদ্ধ হয়ে অন্য ছাত্রদের উপর হামলে করে এবং মারধর করে বলে অভিযোগ। এসব ঘটনায় আগামী দিনে স্কুলের ভেতর সাধারণ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারবে কিনা তা নিয়ে অভিভাবক মহল আশঙ্কা ব্যক্ত করেছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments