প্রতিধ্বনি প্রতিনিধি,, সোনামুড়া,, ২৯ সেপ্টেম্বর,,
গোপন খবরের ভিত্তিতে পাচার কালে সাড়ে ৪ কেজি রুপা উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সোনামুড়া থানাধীন সোনামুড়া – বক্সনগর সড়কের কড়ালিয়ামুড়া এলাকায় একটি গাড়ি থেকে পুলিশ এগুলো উদ্ধার করেছে। থানার ওসি জয়ন্ত দে বলেন গোপন খবরের ভিত্তিতেটি আর ০৭ এফ ০৭২১ নম্বরের সাধারণের আর্টিকা গাড়ি আটক করেন। পুলিশ গাড়িটি আটক করলে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় অনেকগুলি প্যাকেটে ছোট মার্বেলের আকৃতির রুপা। সেগুলির ওজন হয় ৪ কেজি ৫০০ গ্রাম। এগুলির বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রের দাবি। ওসি জয়ন্ত দে বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় এগুলি পাচারের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। পুলিশ এই বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
Recent Comments