প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ জুন,,
বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো সোনামুড়া থানার পুলিশ। ধৃত মাদক কারবারির নাম মুশফিকুর রহমান। পুলিশ তার কাছ থেকে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট,১৪গ্রাম ব্রাউন সুগার, ২৮ বোতল ফেন্সিডিল সহ এসকফ জাতীয় সিরাপ উদ্ধার করেছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে সোনামুড়া থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত দে জানান সোমবার গভীর রাতে সোনামুড়া থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মার নেতৃত্বে পুলিশ এবং এনসিনগর বিওপির বিএসএফ জোওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তামসাবাড়ী এলাকায় মুশফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে এসব মাদক উদ্ধার হয়। পুলিশ মুশফিকুর রহমানকে গ্রেফতার করে।সোনামুড়া থানায় এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ধৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আর্জি জানাবে বলে জানা গেছে।
Recent Comments