প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ ফেব্রুয়ারি,,
ত্রিপুরা সিপিআইএম রাজ্য সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন জিতেন্দ্র চৌধুরী। ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে জিতেন্দ্র চৌধুরীকে পুনরায় রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ৬৭ বছরের বামপন্থী নেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন লোকসভা সাংসদ এবং বর্তমান বিধায়ক, বিধানসভার বিরোধী দলনেতা। ২০২২ সালে তিনি প্রথম ত্রিপুরা সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ২৪ তম রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে সেই দায়িত্ব তিনি পুনরায় পেয়েছেন।

এছাড়া তিন দিনের সম্মেলনের মধ্য দিয়ে ৬২ জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে ৭ জন মহিলা সহ ১৪ জনকে মেম্বার সেক্রেটারি রয়েছেন। রাজ্য সম্মেলনে দলীয় কার্যপ্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। খুব শীঘ্রই ৯ দফা দাবিতে সিপিআইএম রাজ্যব্যাপী তাদের জোরালো কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে। তবে নবগঠিত কমিটিতে সিপিআইএমের পুরানো অনেক নেতৃত্ব বাদ পড়ার বিষয় নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে।
Recent Comments