সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৩১ মার্চ,,
রবিবার সকালে কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ফের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। এদিন সকালে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে রাজ্যের বিভিন্ন মহকুমায়। ঝরে কয়েক জায়গায় বাড়ি ঘরের টিনের চাল এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সকালের ঝড়ে আগরতলা এমবিবি বিমানবন্দরেও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর রয়েছে। ঝড়ে আগরতলা বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এর এয়ার সাইড অর্থাৎ যে অংশ দিয়ে বিমান উঠানামা করে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড গতির ঝরে টার্মিনাল ভবনের উপরে থাকা ছাউনি খুলে রীতিমতো দুমড়ে মুচড়ে যায়।
ছবি: রবিবার সকালের ঝড়ে ক্ষতিগ্রস্ত আগরতলা এমবিবি বিমানবন্দর।
ঝড় থামার পরেই যুদ্ধকালীন তৎপরতায় বিমানবন্দরের টার্মিনাল ভবন সারাইয়ের কাজ শুরু হয়েছে। যদিও এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। একইভাবে আগরতলা জি বি হাসপাতালের সামনে ৫০ বছরের পুরানো গাছ ভেঙে পড়ে। এত কিছুটা সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত হয়।
আগরতলা সার্কিট হাউস এলাকা সহ ভিআইপি রোডের কিছু জায়গাতেও গাছের ডালপালা রাস্তায় ভেঙে পড়ে। টি এস আর সহ দুর্যোগ মোকাবেলা টিম পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে। এছাড়া সকালের ঝরে কয়েক স্থানে বাড়ি ঘরের টিনের চাল উড়ে যাওয়ার খবর রয়েছে। গাছের ঢাল ভেঙ্গে পড়া সহ বিদ্যুৎ লাইনের আংশিক ক্ষয়ক্ষতির খবর রয়েছে। তবে কোথাও কোনো প্রাণহানি কিংবা হতাহতের খবর নেই। আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এদিন সকালে ৩৬ নর্ট অর্থাৎ প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। সকাল ৭টা ২৩ মিনিট থেকে ৭টা ২৫ মিনিট পর্যন্ত এই সর্বোচ্চ গতির ঝড় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধেয়ে গেছে। সেই সাথে ছিল বৃষ্টিপাত । এক দুই জায়গায় আংশিক শিলাবৃষ্টিরও খবর হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে।
Recent Comments