প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ আগস্ট,,
রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের উদ্যোগে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রান তহবিল থেকে আর্থিক সাহায্য পেলেন রাজ্যের এক ক্যান্সার আক্রান্ত রুগী পরিবার। ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অন্তর্গত ধনপুর বিধানসভার মাছিমা, পাহাড়পুর এলাকার নিবাসী ললিত দেবনাথ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। ললিত দেবনাথের পরিবার আর্থিকভাবে অত্যন্ত দুর্দশায় রয়েছেন। এই অবস্থায় পরিবারের লোকজন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেন এবং সাহায্য প্রার্থনা করেন। সাংসদ রাজিব ভট্টাচার্য সেই পরিবারকে সাহায্যের জন্য উদ্যোগী হন। সাংসদ শ্রী ভট্টাচার্য এই বিষয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্যের আবেদন করেন। সাংসদের আবেদনে ত্রিপুরার এই দুস্থ পরিবারের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ললিত দেবনাথের পরিবারকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক সাহায্য মঞ্জুর করা হয়েছে। সাংসদ রাজিব ভট্টাচার্য নিজের সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে বলেন “এই অনুদান শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি একটি অসহায় পরিবারের জন্য আশা, সম্মান ও প্রাণের স্পন্দন।” তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সাহায্যের জন্য ত্রিপুরা বাসির পক্ষে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
Recent Comments