Saturday, October 18, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরসাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ টি ডব্লিউ জে এ-র।

সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ টি ডব্লিউ জে এ-র।

আগরতলা,, ২ সেপ্টেম্বর,,

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয় এবং স্মারকলিপি প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সমস্যা গুলি মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তব সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন। অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে প্রদেয় স্মারকলিপিতে সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমে সাংবাদিকদের নিয়োগ পত্র, বেতনক্রম, ইএসআই সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিকদের পেনশন প্রদানের ক্ষেত্রে আইনি ধারা সরলীকরণ করে বার্ষিক আয়ের উর্ধসীমা প্রত্যাহার করে প্রত্যেক সাংবাদিককে পেনশনের আওতায় আনার দাবি জানানো হয়। গৃহহীন সাংবাদিকদের অগ্রাধিকারের ভিত্তিতে আবাসন প্রকল্পের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়। এদিন প্রতিনিধি দলের ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল ,সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ, সহ-সম্পাদক মিহির লাল সরকার, কোষাধ্যক্ষ সুভাষ ঘোষ এবং কার্যকরী সদস্য তন্ময় বনিক। সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ এক প্রেস বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments