প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,, ১৮ ফেব্রুয়ারি,,
রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চিকিৎসা পরিষেবা নিতে আগরতলায় আসেন। আগরতলায় থাকার ক্ষেত্রে তাদেরকে অনেক সময় অসুবিধায় পড়তে হয় কিংবা অতিরিক্ত টাকা খরচ করতে হয়। জেলার সাংবাদিকদের এই ধরনের অসুবিধার কথা মাথায় রেখে তাদের সাহায্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। চিকিৎসা পরিষেবা নিতে আগরতলায় আসলে সাংবাদিকদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট ইউনিয়ন ও ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন এক সমঝোতা পত্রে সাক্ষরের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়েছে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত সাংবাদিকরা চিকিৎসার জন্য আগরতলায় আসবেন তারা বিনামূল্যে ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় থাকতে পারবেন। এক্ষেত্রে দূর থেকে আগত সাংবাদিকরা এই সুযোগ নেওয়ার জন্য অনুসন্ধান এবং রুম বুকিং-র জন্য 7005590446, 9863052602 এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। মঙ্গলবার ভ্যাটের সাথে চুক্তি হস্তান্তরের পর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি ঘোষণা দেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার।
Recent Comments