ফাহিম আহমেদ,, বিশালগড়,,৬ অক্টোবর,,,
সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করার অভিযোগে কাস্টমস আধিকারিকদের বিরুদ্ধে সিপাহীজলা জেলা শাসকের কাছে এবং জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল বিশালগড় প্রেস ক্লাব। গতকাল বিশালগড় প্রেসক্লাবের সাংবাদিক রাসেল আহমেদ এবং কুমার গৌরব নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কাস্টম অফিসার দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন। বিশালগড় থানাধীন রামছড়া এলাকায় একটি বাড়িতে আচমকা হানা দিয়েছিল কাস্টমস এর একটি দল। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিক রাসেল আহমেদ ও কুমার গৌরব ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে সাংবাদিক পরিচয় পত্র দেখানোর পরও নিজেদের রহস্যজনক কোন বিষয়ে আড়াল করতে কাস্টমস আধিকারিকরা দুই সাংবাদিকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। যদিও পরবর্তী সময় তারা প্রতিবাদের মুখে পড়ে মোবাইল ও পরিচয় পত্র ফিরিয়ে দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় জানালে থানার তরফে জানিয়ে দেওয়া হয় কাস্টমসদের কোন অভিযানের কথা পুলিশের কাছে জানা নেই। ফলে কি কারণে কাস্টমস অফিসাররা সেই বাড়িতে অভিযান করেছিলেন তা রহস্য থেকে গেছে। ঠিক কি কারনে পরিচয় পত্র দেখানোর পরও সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় সেই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দারস্ত হয় বিশালগড় প্রেসক্লাব। ডেপুটেশন প্রদান করা হয় জেলাশাসকের নিকট। জেলা শাসকের কাছে ডেপুটেশনের পর এক ঘণ্টার মধ্যেই কাস্টম এর পক্ষে বিশালগড় প্রেসক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দুঃখ প্রকাশ করা হয়। আজকের এই ডেপুটেশনে সাংবাদিক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশালগড় পেশ ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম সহ সভাপতি সমীর ভৌমিক ও মান্নান হক সহ অন্যান্য সাংবাদিকরা।
Recent Comments