আগরতলা,,১৬ মার্চ,,
রমজান একটা কঠোর সাধনা। এই কঠোর সাধনার মধ্য দিয়ে যে পবিত্রতা অর্জন করা হয় সেটা আগামী দিনের ভালবাসা, বিশ্বাস, সর্বধর্ম সমন্বয় এবং সবাইকে নিয়ে চলার বার্তা বহন করে। এটা সর্বধর্ম সমন্বয়ের দেশ। সব নদী নালা যেমন সমুদ্রে গিয়ে মিশেছে। তেমনি সর্ব ধর্মের স্রোত ও গিয়ে সর্ব ধর্মের সমন্বয়ে মিশে যায়। প্রেম ভালোবাসাটাই এখানে সবচেয়ে বড় কাজ। যারা মানবতা প্রেমিক তাদের কাছে সর্ব জীবের সমন্বয়-ই সবচেয়ে বড় জিনিস। রবিবার ইচামুয়া মধ্যকাশিপুর জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার পার্টিতে এই বক্তব্য রাখেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীমউদ্দীন। জসিম উদ্দিন সাহেব বলেন আমরা নিজের ধর্মকে যেমন মান্যতা দেই তেমনি অন্যের ধর্মকে আমরা শ্রদ্ধা করি। সর্ব ধর্মের সমন্বয়ে এগিয়ে চলাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। প্রসঙ্গত ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসের ১৫ তম রোজা ছিল রবিবার। দিনের শেষে ইফতার পার্টিতে ধর্মপ্রাণ রোজাদার সহ এলাকার সম্প্রীতি প্রিয় উভয় অংশের মানুষজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মসজিদ এলাকার উন্নয়নের নির্দিষ্ট কিছু দাবি বিধায়কের হাতে তুলে দেন মসজিদ কমিটির সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী। এই ইফতার মাহফিল অনুষ্ঠানে মসজিদের উন্নয়নে কমিটির সম্পাদকের হাতে অর্থ সাহায্য করেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সেনগুপ্ত মোটরস-র এক কর্মকর্তা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মসজিদ কমিটির সভাপতি মোশারফ হোসেন মীর, অহিদ মিয়া, ইকবাল হোসেন।

Recent Comments