সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৭ অক্টোবর,,
আমতলী থানার মধ্য চারিপাড়াতে এক সরকারি কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস (৪৮)। প্রাথমিকভাবে জানা গেছে তিনি বৃহস্পতিবার রাতে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন । পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। যদিও পরিবারের লোকেরা ঘটনার পর পুলিশকে কিছু জানায়নি। হাসপাতালে কয়েক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর বিশ্বজিৎ দাসের মৃত্যু হয়। মৃত্যুর পর হাসপাতাল থেকে পুলিশকে অস্বাভাবিক মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে কর্তব্যরত পুলিশের বিবরণ। তবে সরকারি কর্মচারীর কেন আত্মহত্যা করবে তা নিয়ে পরিবারের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
Recent Comments