প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ৫ মার্চ,,
রক্ষকই ভক্ষক! ট্রাফিক ইন্সপেক্টর হয়ে যানবাহন থেকে ফাইন আদায় করে সরকারের কোষাগারে জমা না দিয়ে ৭ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের নাম অমরজিৎ দেববর্মা। সে সিপাহীজলা জেলায় ট্রাফিক ইউনিটের কর্মরত ছিল। সংশ্লিষ্ট বিভাগের অভিযোগে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা হয় বিশালগড় থানায়। মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত সিপাহীজলা পুলিশ প্রশাসনের ভিতর একের পর এক আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। মাত্র কদিন আগে সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসে ২৯৪১৪২ টাকার ঘোটালায় পাঁচজন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার ড্রেস কাটতে না কাটতেই এবার গ্রেপ্তার হলেন ট্রাফিক ইন্সপেক্টর অমরজিত দেববর্মা। এসব ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
Recent Comments