সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৭ ডিসেম্বর,,
সম্প্রীতি রক্ষায় নজির তৈরি করছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। ওয়াজ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক সুশান্ত দেবের সম্প্রীতির ভাষণে মুগ্ধ হয়েছেন জমিয়ত উলামা হিন্দের কেন্দ্রীয় সদস্য সহ স্থানীয় নেতৃত্ব। রবিবার আগরতলা গেদু মিয়া মসজিদে সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপি বিধায়কের প্রশংসা করলেন জমিয়ত উলামা হিন্দের ত্রিপুরা রাজ্য সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান।
তিনি বলেন গতকালকে বিশালগড়ে একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক সুশান্ত দেব উপস্থিত হয়েছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি হিন্দু, মুসলিম ,বৌদ্ধ, খ্রিস্টানের সম্প্রীতি এবং মেলবন্ধনের কথা বলেছেন। ত্রিপুরার বিজেপি বিধায়কের এই ধরনের ভাষণে মুগ্ধ হয়েছেন দিল্লি থেকে আগত জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধিরাও।
প্রসঙ্গত রবিবার আগরতলা গেদু মিয়া মসজিদে জমিয়ত উলামা হিন্দের কার্যকরী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই সভার পর সাংবাদিক সম্মেলনে কথা বলেন রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয়-সামাজিক সংগঠন জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি তৈয়ীবুর রহমান। বিলোনিয়া চন্দ্রপুরে স্থানীয় একাংশের দ্বারা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়ার বিষয় নিয়ে জমিয়ত নেতৃত্ব দুঃখ প্রকাশ করেছেন। জমিয়ত সভাপতি বলেন মসজিদে নামাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে এসডিএম সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানোর পরও সঠিক পদক্ষেপ গৃহীত হচ্ছে না। রাজ্যের হিন্দু মুসলিম এবং জাতি-উপজাতি সম্প্রীতি বজায় রাখতে সরকারকে আরো দ্রুত এসব বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত বলে জমিয়ত উলামা হিন্দ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে জমিয়ত সভাপতি আরো বলেন মসজিদে নামাজ বন্ধ করা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জমিয়ত উলামা হিন্দের রাজ্য কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছে। কিন্তু অজ্ঞাত কারণে মুখ্যমন্ত্রী জমিয়তের সাথে দেখা করার সময় দিচ্ছেন না। সাংবাদিক সম্মেলনে তারা বিষয়টি নিয়ে অসন্তোষ ব্যক্ত করছেন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাংবাদিক সম্মেলনে জমিয়ত সভাপতি বলেন এদিনের সভায় সর্বসম্মতিক্রমে ২৪-২৫ টার্মের জন্য ভারত জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি হিসেবে সৈয়দ আরশাদ মাদানী সাহেবের নাম প্রস্তাব করা হয়েছে। সেই সাথে আগামী ১১ই জানুয়ারি সোনামুড়া দারুল উলুম রাঙ্গামাটিয়া মাদ্রাসায় ৭৫তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। সেই মাহফিল উপলক্ষে দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ পদাধিকারী মাওলানা আবুল কাসেম নোমানী ত্রিপুরা রাজ্যে আসছেন। নোমানী সাহেবকে হেলিকপ্টারে অনুষ্ঠানে নেওয়ার উদ্যোগ নিয়েছে জমিয়ত উলামায়ে হিন্দ। এজন্য সঠিক সময়ে যাতে হেলিকপ্টার পাওয়া যায় তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে সরকারের নেশা বিরোধী অভিযান সহ বিশেষ কিছু পদক্ষেপ নিয়ে প্রশংসা করেছেন জমিয়ত নেতৃত্ব। সেই সাথে আগামী ১১ জানুয়ারি সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসার মাহফিলে রাজ্যের সমস্ত অংশের নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছেন জমিয়তের রাজ্য সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান সাহেব।
Recent Comments