প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ১৯ জুলাই,,
বাইক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে কমলনগর উগিরাটিলা এলাকায়। মৃত যুবকের নাম ফয়সাল আহমেদ (২৭)। তাঁর বাবার নাম অহিদ মিয়া। বাড়ি কমলনগর আনন্দনগরে। মাত্র চার মাস আগে সে বিয়ে করেছিল। এদিন সকালে ১১ টায় সে মতিনগর যাওয়ার উদ্দেশ্যে নিজের বাইক নিয়ে বের হয়েছিল। উগিরাটিলা বট গাছের নিচে যেতেই সোনামুড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয় এবং বাইক নিয়ে এসে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে তার নাক এবং কান দিয়ে রক্ত ঝরতে থাকে। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে তাকে জিপি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে আনার পথে মৃত্যু হয় ফয়সালের। পরবর্তীকালে তাঁর দেহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বক্সনগর বিধানসভার বিধায়ক বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। কলমচৌড়া থানার পুলিশ এই ঘটনায় দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
Recent Comments