Saturday, October 18, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরজেলার খবরসড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্বামী স্ত্রীর।

সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্বামী স্ত্রীর।

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,,১৭ আগস্ট,,

কমলা সাগর কসবা মন্দির থেকে ফেরার পথে যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর। রবিবার এই দুর্ঘটনা ঘটে গকুলনগর টিএসআর ক্যাম্পের সামনে। মৃত স্বামী স্ত্রীর নাম যথাক্রমে দিবাকর ঘোষ এবং প্রিয়াঙ্কা ঘোষ। ঘটনার বিবরণে জানা যায় দিবাকর ঘোষের বাড়ি খোয়াই। তিনি কর্মসূত্রে আগরতলা রামনগরে ভাড়া থাকেন। রবিবার দিবাকর ঘোষ পরিবার নিয়ে কমলাসাগরে কসবা মায়ের মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন। মন্দির দর্শন শেষে দিবাকর ঘোষ তার পরিবারের লোকেদের গাড়িতে তুলে দেন। তিনি এবং তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা ঘোষ স্কটিতে চেপে নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গোকুল নগর টিএসআর ক্যাম্পের সামনে আসতেই দুর্ঘটনা ঘটে যায়। একটি দ্রুতগামী ইকো গাড়ি দিবাকর ঘোষের স্কুটিতে সজোরে ধাক্কা দেয়। দ্রুতগামী গাড়ির ধাক্কায় স্কুটি সহ ছিটকে পড়েন দিবাকর এবং প্রিয়াঙ্কা। তাঁরা গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। দিবাকর ঘোষ এবং প্রিয়াঙ্কা ঘোষের সদ্য বিবাহিত হয়েছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার সহ হিতাকাঙ্খি মহলে শোকের ছায়া রয়েছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments