প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ নভেম্বর,,
বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশু ছাত্রের। এই ঘটনা ত্রিপুরার বিলোনিয়া ঝরঝরি এলাকায়। দুর্ঘটনায় মৃত শিশুর নাম দীপ্ত বিশ্বাস(৫)।সে বিলোনিয়া সরকারী ইংরেজি মাধ্যম উচ্চতর বিদ্যালয়ে কেজি টুর ছাত্র ছিল। বুধবার সকালে বিদ্যালয় ছুটির পর মায়ের সাথে বাড়ি ফেরার পথে একটি মারুতি ভ্যানের ধাক্কায় দীপ্ত বিশ্বাসের মৃত্যু ঘটে। ঘটনার সময় দীপ্ত রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা গাড়ি ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীর বিবরণ। দীপ্তকে তড়িঘড়ি বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো বিলোনিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Recent Comments