প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ অক্টোবর,,
শারদীয়া দুর্গোৎসবের চতুর্থীর সন্ধ্যায় রাজ্যের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে নিজের বাসভবনে ডেকে নিয়ে তাদের কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে সমাজের আয়না হিসেবে অভিমত ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী বলেন সাংবাদিকরা সারা বছর ধরে অত্যন্ত পরিশ্রম ও অধ্যাবসায়ের সাথে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। মুখ্যমন্ত্রী বিভিন্ন মিডিয়া হাউজের কর্ণধার, সম্পাদক ও বরিষ্ঠ সাংবাদিকদের সাথে খোলামেলা মত বিনিময় করেন।
এদিনের অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, প্রণব সরকার, উত্তম চক্রবর্তী, সেবক ভট্টাচার্য সহ রাজ্যের প্রবীণ সাংবাদিক, সম্পাদক, সংবাদকর্মী এবং চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গতকালকেই আগরতলা দেশ ক্লাবে ৭৮ লক্ষ টাকা ব্যয় লিফট নির্মাণের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এবার তিনি সাংবাদিকদের নিজের সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়ে খোলামেলা মত বিনিময় করেন এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের তথ্যনির্ভর সংবাদের উপর গুরুত্ব দেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে রাজ্যের সংবাদিক মহল সাধুবাদ জানিয়েছেন।
Recent Comments