প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ নভেম্বর,,
কদমতলা, রানীর বাজারে সাম্প্রতিককালের হিংসায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান সহ রাজ্যের সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেবী সিং দেববর্মনের সঙ্গে সাক্ষাৎ করলো তিপড়া মথার সংখ্যালঘু সেল। মথার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন আগরতলায় মহারানীর সঙ্গে এই সাক্ষাৎ করেন।
তিপড়া মথার সংখ্যালঘু নেতৃত্ব রাজ্যে শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখার দাবি করেছেন। একইভাবে সাম্প্রতিক কালে বিভিন্ন হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সহ সমস্ত অংশের ক্ষতিগ্রস্ত নাগরিকদের ক্ষতিপূরণের দাবি তোলেন। কদমতলার ঘটনায় নিহত মুসলিম যুবকের পরিবারে সরকারের চাকুরির দাবিতে সাংসদের কাছে একটি দাবি পত্র তুলে দেওয়া হয়। সাংসদ তথা মহারানী কৃতি দেবী সিং দেব বর্মন সংখ্যালঘু সেলের দাবি গুলিতে সহমত জানিয়ে যথাসম্ভব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
Recent Comments