Northeast প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,,২৫ ফেব্রুয়ারি
নির্বাচন আচরণবিধি লাগু থাকার কারণে এ বছর সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হল আগরতলার ইন্দ্রনগর স্থিত আওলাদে রসূল সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ রসূল মুর্শিদিনা অধ্যক্ষ সৈয়দ সামশুল হুদার ওরস।
প্রতিবছর এই ওরসকে কেন্দ্র করে ইন্দ্রনগর গাউছিয়া সমিতির উদ্যোগে জাকজমকপূর্ণ ওয়াজ মাহফিল তথা ভাতৃত্বের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ চট্টগ্রামের পীর সৈয়দ মছিউদুল্লাহ সাহেব। হিন্দু মুসলিম সহ জাতীয় উপজাতির লোকজন এই ভাতৃত্ব সম্মেলনে অংশ নিয়ে ত্রিপুরার সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন।
কিন্তু এবার বিধানসভা নির্বাচনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে গাউছিয়া কমিটি তেমন জাঁকচমকপূর্ণভাবে অনুষ্ঠান করেনি। তবে নির্দিষ্ট দিনে শনিবার সংক্ষিপ্তভাবে ভক্তরা দরগা শরীফে গিয়ে প্রার্থনা করেন এবং পরবর্তীকালে তবারুক বিতরণ করেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে রমজান মাসের পরে গাউছিয়া সমিতির উদ্যোগে ওরস এবং মাহফিল হতে পারে বলে জানা গেছে।
Recent Comments