প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৮ এপ্রিল,,
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন প্রথম দফায় দেশের বিভিন্ন রাজ্য মোট ১০২ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের মধ্যে এক পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবার ১৬৮২ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ইতিমধ্যেই আগরতলা উমাকান্ত স্কুল থেকে ইভিএম সহ ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে ভোট কর্মীদের হাতে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দূরবর্তী ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন ভোট কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার।
তিনি বলেন উমাকান্ত স্কুল থেকে মোট ৮টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট কর্মীরা রওনা হবেন। তবে ভোট প্রক্রিয়া শেষে মোট ১৪ টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন উমাকান্ত স্কুলের জমা পড়বে।। পশ্চিম ত্রিপুরা বাদেও সিপাহী জেলার তিনটি উদয়পুরে একটি এবং দক্ষিণ জেলায় দুইটি কেন্দ্র থেকে ভোট কর্মীরা বের হবেন। রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার বলেন প্রতিটি কেন্দ্রের জন্য চারজন নিরাপত্তা রক্ষী এবং ৭ জন ভোট কর্মী রয়েছেন। ভোট কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপত্তা থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ানদের হাতে। তবে ভোট কেন্দ্রের বাইরে টি এস আর বাহিনীর জোয়ান এবং ত্রিপুরা পুলিশের কর্মীরা নিরাপত্তার তদারকি করবে। রিটার্নিং অফিসার হিসেবে তিনি নাগরিকদের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আহ্বান জানিয়েছেন।
Recent Comments