প্রতিধ্বনি প্রতিনিধি,,আমবাসা,,২৯ জুন,,
শিক্ষক বদলির প্রতিবাদ এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে রাস্তা অবরোধ করলো স্কুলের ছাত্র-ছাত্রীরা। শনিবার দুপুরে এই ঘটনা আমবাসা কমলপুর সড়কে। আমবাসা থানাধীন গোপাল সর্দারপাড়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা দুপুরে স্কুল ছেড়ে রাস্তায় এসে যানবাহন আটকে দেয় এবং অবরোধ করে। তারা যান চলাচল স্তব্ধ করে দেয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ তাদের স্কুল থেকে একের পর এক শিক্ষকদের বদলি করে দেওয়া হচ্ছে। ইদানিং স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ গত কয়েক মাসে একের পর এক শিক্ষক বদলি করা হলেও স্কুলে নতুন শিক্ষক দেওয়া হচ্ছে না। এতে করে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। অসুবিধায় পড়েছেন মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা। তাই তারা শিক্ষকের দাবিতে এবার রাস্তায় নেমে অবরোধ তৈরি করে প্রশাসনের টনক নাড়তে চাইছেন। একইভাবে স্কুল মাঠের সংস্কার নিয়েও তারা দাবি তুলেছেন। তাদের এই অবরোধে রাস্তার দুপাশে যান চলাচল আটকে পরে। পরে প্রশাসনের লোকজন গিয়ে প্রতিশ্রুতি দিয়ে অবরোধ মুক্ত করে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মধ্যে রয়েছে।
Recent Comments