Sunday, December 22, 2024
Google search engine
Homeখেলার খবরশাস্তির মেয়াদ শেষের পথে। প্যারিস অলিম্পিক্সের আগে নতুন আশা নিয়ে ফিরছেন জিমনাস্ট...

শাস্তির মেয়াদ শেষের পথে। প্যারিস অলিম্পিক্সের আগে নতুন আশা নিয়ে ফিরছেন জিমনাস্ট দীপা কর্মকার।

নির্বাসনের মেয়াদ কাটিয়ে খুব শীঘ্রই জিমন্যাস্টিকসের আসরে ফিরছেন ভারতীয় জিমন্যাস্ট আইকন দীপা কর্মকার। ত্রিপুরার গর্ব পদ্মশ্রী দীপা কর্মকারকে ডোপ পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য কড়া শাস্তি পেতে হয়েছে।

২১ মাস নির্বাসিত করা হয়েছিল এই বাঙালি জিমন্যাস্টকে। তাঁকে এই শাস্তি দিয়েছিল ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা আইটিএ। ২০২১ সালের অক্টোবর মাস থেকে কোনও খেলায় অংশ নিতে পারছেন না দীপা। ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত এই শাস্তি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না রিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থানাধিকারী দীপা কর্মকার।

গত এক বছরের বেশি সময়ের পর শাস্তির মেয়াদ অনেকটাই কাটিয়ে উঠেছেন দীপা কর্মকার। জুলাই মাস থেকেই তিনি সম্পূর্ণভাবে মাঠে নামবেন। আগামী ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের আগেই দীপা কর্মকারের নির্বাসন শেষ হয়ে যাচ্ছে। ফলে তিনি সহজেই প্যারিস অলিম্পিক্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রসঙ্গত ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে একটুর জন্য ব্রোঞ্জ পদক জিততে পারেননি দীপা কর্মকার। সেখানে তিনি চতুর্থ হয়েছিলেন। তারপর একটি চোট নিয়ে তাকে দীর্ঘদিন ভোগতে হয়েছে। চোট সাড়ে ওঠার পরই তিনি শাস্তি পেয়ে নির্বাসিত হন। নির্বাচনের কারণে শেষ ছ’টি বিশ্ব চ্যালেঞ্জ কাপ সিরিজ়ের মধ্যে তিনটিতে খেলতে পারেন নি দীপা।

আবার নতুন আশা নিয়ে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য জিমন্যাস্ট দীপা কর্মকার এবং উনার কোচ বিশেশ্বর নন্দী সচেষ্টা রয়েছেন। বাকি তিনটি প্রতিযোগিতায় নিজের সেরাটা দিতে হবে দীপাকে। এই মুহূর্তে প্রতিনিয়ত দীপা কর্মকার প্র্যাকটিসে ব্যস্ত রয়েছেন। খুব শীঘ্রই রাজ্যের গর্ব তথা ভারতের খ্যাতনামা জিমন্যাস্টিক দীপা কর্মকারকে স্বমিমায় ফিরতে দেখা যাবে বলে দীপা কর্মকারের কোচ বিশেষ্যর নন্দী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য দীপা কর্মকার ২০১৫ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন।২০১৬ সালে তিনি পান মেজর ধ্যান চাঁদ খেল রত্ন। রিয়ো অলিম্পিকসে সেরা পারফরমেন্সের জন্য ২০১৭ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments