সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৭ এপ্রিল,,
নির্বাচনের মুখে তিপড়া মথার হামলায় গুরুতর আহত হলেন শাসক দল বিজেপির দুই স্থানীয় নেতা। শনিবার সন্ধ্যায় এই ঘটনা মান্দাই বিধানসভা কেন্দ্রের কাঠিরাম এডিসি ভিলেজের উদয় কোবরা পাড়াতে। মথার টাক্কালের আঘাতে আহত দুই বিজেপি কর্মী জিরানীয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিযোগ করেছেন খোদ মান্দাই মন্ডলের বিজেপি সভাপতি অজিত দেববর্মা। অজিত বাবু বলেন পূর্বসূচী অনুযায়ী শনিবার সন্ধ্যায় সেখানে একটি দলবদলের অনুষ্ঠান ছিল। সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে কয়েকজন বিজেপিতে যোগদান করেন। অনুষ্ঠান শেষের পর বিজেপির তরফে দলীয় কর্মী শম্ভু দেববর্মার বাড়িতে খাবারের আয়োজন করা হয়। সেখানে হামলা করেন কাঠিরাম এডিসি ভিলেজের চেয়ারম্যান তথা তিপ্রা মথা দলের স্থানীয় নেতা শঙ্কর দেববর্মার নেতৃত্বে একটি দল। তাদের অনুমতি ছাড়া কেন বিজেপির অনুষ্ঠান করা হলো সেই নিয়ে ঝামেলা শুরু হয় এবং পরে হামলা হয়েছে বলে অভিযোগ। একটা সময় শংকর দেববর্মা উত্তেজিত হয়ে টাক্কাল নিয়ে হামলে পড়েন বিজেপি কর্মীদের হাতে। এতে স্থানীয় বিজেপি কর্মী অজয় দেববর্মা, যদু দেববর্মা সহ শম্ভু দেববর্মা নামে একজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ এবং নির্বাচনের কাজে নিয়োজিত প্রশাসনিক আধিকারিকরা। পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত করা হয় এবং আহতদের উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে শাসক – শরিক দলের নিজেদের মধ্যে এই হামলা এবং রক্তারক্তি ঘটনা ভোটের মুখে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে শাসকদল বিজেপি এবং তিপড়া মথার রাজ্য নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা জারি রেখেছেন বলে খবর। অভিযোগ তিপড়া মথা সুপ্রিমো লোকসভা নির্বাচনের আগে বিজেপির সাথে আঁতাত করে নিজের বোনকে বিজেপির প্রার্থী করার বিষয় নিয়ে দলের নিচু স্তরে কিছুটা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের কারণেই গ্রাম পাহাড়ে মাঝেমধ্যে মথা কর্মীরা বিজেপির উপর হামলে পড়ছেন।
Recent Comments