সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৬ অক্টোবর,,
মায়ের গমন কার্নিভালকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক উৎসাহ ছিল আগরতলা সহ বিশালগড়ে। আগরতলায় সিটি সেন্টারের সামনে কার্নিভালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্যা সহ প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক নেতৃত্ব। তথ্যসংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এবছর ছিল দ্বিতীয় কার্নিভাল তথা মায়ের গমন অনুষ্ঠান। কার্নিভালে বিভিন্ন ক্লাব এবং পূজা উদ্যোক্তারা সুসজ্জিতভাবে প্রতিমা বিসর্জনের অংশ নেন। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
সন্ধ্যা ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে কার্নিভালের অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত দশমী ঘাটে চলে বিসর্জন পর্ব। গোটা অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণ।
বিশালগড় প্রতিনিধি,, নামটা নতুন হলেও পদ্ধতিটা পুরনো। আগে ছিল বিজয়া সম্মেলন। এখন নতুন করন হয়েছে কার্নিভাল। সেই ১৯৯০ সাল থেকে প্রায় একটানা ১০ বছর ধরে হয়েছে বিজয়া সম্মেলন। তারপর হঠাৎ করে থমকে যায় মায়ের ভাষার অনুষ্ঠান। পুজো উদ্যোক্তা ক্লাবগুলো ভিন্ন ভিন্ন রূপে বিসর্জন দুর্গা মায়ের প্রতিমা।
চলতি বছরে বিশালগড়ের সবগুলো ক্লাবকে একত্রিত করে মায়ের বিদায় জানানোর অনুষ্ঠানের নাম দেওয়া হয় কার্নিভাল।বিশালগড় পৌর পরিষদের সহযোগিতায় বিশালগড়ের বিজয় নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।
Recent Comments