প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ আগস্ট,,
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগের দিন রাজ্যের কিছু জায়গায় দাদন বিলের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বুধবার বিকেলে এমনই অভিযোগ ওঠে কল্যাণপুর ব্লকের পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে। অভিযোগ এই ওয়ার্ডে শাসক দল বিজেপির প্রার্থী রিনা বালা দেববর্মা ভোটারদের শাড়ি বিলি করেছেন এবং বিনিময়ে পদ্ম চিহ্নে ভোট দিতে আহ্বান করেছেন। অভিযোগ পেয়ে তিপড়া মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা নেতৃত্বে দলীয় প্রার্থী দাদন বিলির ঘটনা হাতেনাতে ধরে ফেলেন। যাদেরকে শাড়ি দেওয়া হয়েছে এবং বিনিময়ে ভোট চাওয়া হয়েছে তারা কয়েকজন বিষয়টি স্বীকার করেছেন।
এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। একইভাবে এই আসনের মথা প্রার্থী রূপালী দেববর্মা লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন।
পঞ্চায়েত নির্বাচনের আগের দিনে এইভাবে শাসকদলের প্রার্থীর দাদন বিলির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।
Recent Comments