প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ অক্টোবর,,
রাজধানীর নেতাজি চৌমুনীতে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশ কর্মীকে হেনস্থার ঘটনায় ১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দীপ দত্ত (২৩) , বাড়ি আগরতলা এডি নগর। শনিবার সন্ধ্যায় আগরতলা পশ্চিম থানায় সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। সঙ্গে ছিলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এবং পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।
জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার বলেন দুদিন আগে আগরতলার নেতাজি চৌমুনীতে ট্রাফিক ডিউটি পালন করার সময় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে গালাগাল করেছিল তিন যুবক। ওই যুবকদের হাতে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশ কর্মীরা হেনস্থার শিকার হয়েছেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ একাধিক শক্তপোক্ত ধারায় মামলা নিয়েছে। পুলিশ শুক্রবার রাতে এই ঘটনায় জড়িত দীপ দত্ত নামে এ ডি নগরের যুবককে গ্রেফতার করেছে। এই ঘটনায় জড়িত আরো ২ জন বর্তমানে পলাতক থাকলেও খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে এসপি সাহেব দাবি করেছেন। অন্যদিকে জনজাতি ট্রাফিক পুলিশ কর্মীকে রাজধানীর বুকে হেনস্থা করার ঘটনায় এবং জাতিগত গালাগালির অভিযোগে শনিবার রাজধানীর বিবেকানন্দ ময়দানের সামনে ধর্ণায় বসে ছিলেন এক জনজাতি নাগরিক। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে সেই গণধর্ণা প্রত্যাহার হয়।
Recent Comments