প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ আগস্ট,,
তেলিয়ামুড়া চাকমাঘাটে দুর্ঘটনার পর প্রশাসনিক দুর্বলতায় লরি চালকের মৃত্যুর ঘটনায় করা পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সঠিক সময়ে আহত লরি চালককে উদ্ধারে ব্যর্থতার কারণে বরখাস্ত করা হয়েছে তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারকে। কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে খোয়াই জেলা প্রশাসনকে । এছাড়া রাজস্ব দফতরের সচিবের নেতৃত্বে ৩ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইভাবে দুর্যোগ মোকাবেলা খাতে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ টাকা মৃতের পরিবারের জন্য ঘোষণা করা হয়েছে। মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং মন্ত্রী টিঙ্কু রায় সরকারের প্রতিনিধি হয়ে মৃতের বাড়িতে গিয়ে এই সাহায্য তুলে দেবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন।

প্রসঙ্গত সোমবার রাতে নিজের লরি সহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন চালক মিহির লাল দেবনাথ। দুর্ঘটনায় তিনি গাড়ির মধ্যে আটকে পড়েন। মৃত্যুর সঙ্গে লড়াই করে দীর্ঘ ৫-৬ ঘন্টা অপেক্ষা করেন প্রশাসনিক সাহায্য এবং উদ্ধার কার্যের জন্য। কিন্তু প্রশাসনিক দল সঠিক সময়ে উদ্ধারকার্য পরিচালনায় ব্যর্থ হওয়ায় শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন লরি চালক মিহির লাল দেবনাথ। মৃত্যুর আগ মুহূর্তে প্রাণ ভিক্ষা চেয়ে মিহির লাল দেবনাথের কাতর আর্জির ভিডিও সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি করেছে। সমালোচনার ঝড় উঠেছে প্রশাসনের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা নিয়ে। সেই ঘটনায় এবার সুষ্ঠু তদন্ত সহ প্রাথমিকভাবে মহকুমা শাসককে বরখাস্তের মতো কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।
Recent Comments