প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ মার্চ,,
শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যের উন্নয়ন এবং সুশাসনের অঙ্গ হিসেবে বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে সরকার মোট ৩২ হাজার ৪২৩ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট পেশ করেছে।

এই বাজেটে রাজ্যের গরিব শ্রেণি ,যুবকশ্রেণী, কৃষক নারী শক্তিসহ বিভিন্ন স্তরের নাগরিকদের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য এডিসি খাতে ৮৬০.২৮ কোটি টাকা বরাদ্ধ ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় অন্তোদয় পরিবারের মেয়েদের জন্য ৫০হাজার টাকা সাহায্যের কথা বলা হয়েছে। বাজেটে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ২ কোটি টাকা ব্যয়ে রাজধানী আগরতলায় নির্মিত হবে ‘ভারত মাতা ক্যান্টিন’ নির্মাণের কথা বলা হয়েছে। আগরতলা পৌরনিগমের পরিচালনায় এই ক্যান্টিনে দুরবর্তী এলাকা থেকে আগরতলায় সফরকারী রাজ্যের নাগরিকদের স্বল্প মূল্যে ভোজন এবং রাত্রিযাপনের সুবিধা দেওয়া হবে। এছাড়াও বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে উন্নত পরিকাঠামো নির্মাণ, জনগনের জন্য সুশাসন, কারিগরি ক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন, তথ্য প্রযুক্তির ব্যবহার ও সংস্কার সাধন, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং ব্যবসায়িক সরলীকরণের উপর । রাজ্যের যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আগরতলা উদয়পুর এবং আমবাসায় তিনটি প্রতিযোগিতামূলক পরীক্ষা সেন্টার নির্মাণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Recent Comments