সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৫ ডিসেম্বর,,
রেল লাইনের উপর শুয়ে আত্মহত্যা করল এক যুবক । এই ঘটনা মঙ্গলবার সকাল নয়টা নাগাদ ত্রিপুরার বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেললাইনে। মৃত যুবকের নাম পৃথ্বীশ দত্ত(৩৭) । তাঁর বাড়ি বিলোনিয়া বাঁশপাড়া কলোনী এলাকায় । পুলিশ সূত্রের খবর মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল লাইনে সে আত্মহত্যার চেষ্টা করে। রেলে কাটা পড়ে তার দুটি পা শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর রেল লাইনে তাঁর দেহে প্রাণ ছিল। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেস ক্লাবের সদস্য এবং একজন সাংবাদিক হিসেবে পরিচিত। মৃত্যুর আগে তার একটি সুইসাইড নোট সামাজিক মাধ্যমে পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিলোনিয়া থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত করছে।
Recent Comments