প্রতিধ্বনি প্রতিনিধি,, মেলাঘর,, ৩ সেপ্টেম্বর,,
বিজেপির হীরার রাজ্য আইনের নিরাপত্তা পাচ্ছেন না খোদ শাসক দলের পুর মাতার পরিবার। নিগো বাণিজ্যকে কেন্দ্র করে মেলাঘরে রাস্তায় আটক করে পিটিয়ে তক্তা বানানো হলো মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়ের স্বামী অতনু পাল রায়কে। আশঙ্কা জনক অবস্থায় বর্তমানে অতনু পাল রায় জিবি হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ শাসকদলের পূর্ব চন্ডিগড়ের নবনির্বাচিত প্রধান ও তার গুন্ডা বাহিনী সোমবার রাতে চেয়ারের স্বামীর উপর হামলা করছে ।হামলার পেছনে বি.জে.পি সিপাহীজলা (দক্ষিণ) সভাপতি দেবব্রত ভট্টাচার্জি জড়িত রয়েছেন বলেও অভিযোগ।
আরো অভিযোগ স্বামীকে বাঁচাতে গেলে চেয়ারপার্সন নিজে রাস্তার উপর হামলাকারীদের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনার পর রাতেই তিনি থানাতে ছুটে যান। থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের কাছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলেন। কিন্তু অভিযুক্তদের পেছনে শাসকদলের প্রভাবশালী লোকের হাত থাকায় তৎকালীন সময়ে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। চেয়ারপার্সন এই ঘটনায় সাধারণ নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে রাস্তা অবরোধ করেন দলীয় কর্মী সমর্থকরা। চেয়ারপার্সনের স্বামীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মেলাঘর থানার সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ধর্না দেন দলীয় নেতাকর্মীরা। এতে প্রায় তিন ঘণ্টা সেই রাস্তা অবরোধ থাকে। রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। কিন্তু প্রশাসন বা দলের ঊর্ধ্বতন কোন নেতা সেখানে ছুটে যাননি। শাসক দলের গোষ্ঠী কোন্দল এবং এসব হামলা হুজ্জতির ঘটনায় মেলাঘর রীতিমতো উত্তপ্ত রয়েছে। বিজেপি জোট শাসনে আইন-শৃঙ্খলার এই ধরনের অবনতি নিয়ে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে। নির্যাতিতা চেয়ারপার্সন এই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দলীয় সভাপতিকে জানিয়ে বিচারপ্রার্থী হয়েছেন বলে খবর।
Recent Comments