Monday, December 23, 2024
Google search engine
Homeজাতীয় খবররাধাপুরে ২ উপজাতি নাবালিকা ধর্ষণ ! অভিযুক্ত ৭ জন, গ্রেফতার ৩।

রাধাপুরে ২ উপজাতি নাবালিকা ধর্ষণ ! অভিযুক্ত ৭ জন, গ্রেফতার ৩।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ এপ্রিল,,

চৈত্র সংক্রান্তির রাতে ২ উপজাতি নাবালিকা গণধর্ষণ করলো ৭ যুবক। গণধর্ষণের শিকার ২ নাবালিকার মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গঙ্গারাম পাড়াতে। ঘটনার বিবরণে জানা গেছে গত সোমবার আমবাসা এবং খুমলুং এর দুই নাবালিকাকে ঐ এলাকায় তুলে নিয়ে গিয়ে ৭ উপজাতি যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে বলে অভিযোগ। ধর্ষণে কয়েকজন নাবালকও জড়িত ছিল। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে উদ্ধার করে এবং তাদের পরিবারের তাতে তুলে দেয়। আমবাসার ধর্ষিতা নাবালিকা ধর্ষণের পর অসুস্থ রয়েছে এবং ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিভিন্ন মহলের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের দাবি ধর্ষণে অভিযুক্তদের অধিকাংশ তিপড়া মথা দলের যুবকর্মী হিসেবে পরিচিত। ঘটনা জানাজানি হওয়ার পর মথার একাংশ নেতৃত্ব বিষয়টি চাপা দিতে মাঠে নামেন। ঘটনার পরদিন মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের লোকজন। লিখিত অভিযোগে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। শ্রীনগর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ডি) এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই অভিযুক্তদের মধ্যে ২ নাবালক ছেলেকে আটক করে। পুলিশ গ্রেফতার করে ধর্ষণে অভিযুক্ত আজিয়া দেববর্মা নামে এক যুবককে। তার বাড়ি জারুলবাছাই দুখিয়াকুবরা এলাকায় ।

বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি ২ নাবালককে জুভেনাইল নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত মোট সাতজন রয়েছে। বাকিদেরকেও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে ওসি দাবি করেছেন। ভোটের মুখে পাহাড়ে চাঞ্চল্যকর ২ নাবালিকা গণধর্ষণের ঘটনা রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে কিছুটা অস্থিরতা তৈরি করেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments