প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১ জুন,,
রাজ্যে পিস্তল আমদানিতে সক্রিয় রয়েছে যুবতী গ্যাং। রেল পুলিশের হাতে পিস্তল উদ্ধার কান্ডের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। গত ২৪ মে রাতে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে নাইন এমএম পিস্তলসহ এক যুবতী এবং যুবককে আটক করেছিল আগরতলা জিআরপি থানার পুলিশ। তৎকালীন সময়ে পিস্তল সহ ধরা পড়েছিলেন প্রিয়া দেববর্মা (২১)এবং কিরণ দেববর্মা (২৫)। তাদের দুজনের বাড়ি ছিল খোয়াইয়ে। সেই ঘটনায় অস্ত্র আইনে মামলা নিয়ে জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নাম উঠে আসে খোয়াই কল্যাণপুরের রেমরেমি দেববর্মার (২০)। জিআরপি থানার ওসি তাপস দাস জানান তদন্তের স্বার্থে শুক্রবার ওই যুবতীকে প্রথমে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি ধারণা করা হচ্ছে রাজ্যে পিস্তল আমদানিতে দীর্ঘদিন যাবতই যুবতী গ্যাং সক্রিয় রয়েছে। যুবতীরা নিয়মিত বহিরাজ্য থেকে আগ্নেয়াস্ত্র আমদানি করতো। অল্প বয়সের যুবতী হওয়ায় এতদিন কেউ তাদেরকে সন্দেহ করেনি। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাজ্যে পিস্তল আমদানির চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসবে বলে পুলিশ সূত্রের দাবি। ধৃত রেম-রেমি দেববর্মাকে শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেছে জিআরপি থানার পুলিশ।
Recent Comments