সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১১ ফেব্রুয়ারি,,
ত্রিপুরাকে করিডোর করে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক নারী পাচার চক্র। রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে এমন একটি পাচার চক্রকে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। তিন পাচারকারী সহ পুলিশ তিন বাংলাদেশী যুবতীকে আটক করেছে। ধৃত বাংলাদেশি তিন যুবতীর মধ্যে রয়েছেন মৌসুমী, ঝরনা এবং রহিমা। জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান রবিবার সকালে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তাদের সঙ্গে ছিল ত্রিপুরার সোনামুড়া মহকুমার মামুন হোসেন ,রহিমা আক্তার এবং আনজুর আলম। জিআরপি থানার পুলিশের দাবি বাংলাদেশী তিন যুবতীকে সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল তাদেরকে কলকাতা পাচার করার। কিন্তু পুলিশের তৎপরতায় রেল স্টেশনে তারা ধরা পড়ে যায়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকালকে তাদেরকে রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে হাজির করা হবে।
Recent Comments