প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৯ আগস্ট,,
৯ আগস্ট আন্তর্জাতিক জনজাতি দিবস। গোটা বিশ্বের সাথে এদিন আমাদের রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়েছে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনে জনজাতিদের এবং তাদের কৃষ্টি সংস্কৃতিকে সম্মান জানানো হয়। বিশ্ব জনজাতি দিবস উৎযাপন উপলক্ষ্যে এদিন লেম্বুছড়া এলাকায় তিপড়া মথা দলের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, এডিসির পি ডব্লিউ ডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুণিয়েল দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী রতন লাল নাথ বলেন বিশ্বের বিভিন্ন বিষয়ে জনজাতিদে বিশেষ অবদান রয়েছে। জনজাতিদের এই অবদানকে মান্যতা দিতে এবং মূল্যায়নের লক্ষ্যে রাষ্ট্রসংঘ ৯ আগস্ট আন্তর্জাতিক জনজাতি দিবস ঘোষণা করেছিল। এই দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ বলে তিনি এই দিনে রাজ্যের জনজাতি অংশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে।। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা সহ আরো অন্যান্যরা।
Recent Comments