আগরতলা,,১০ সেপ্টেম্বর,,,
অজানা রোগে আক্রান্ত হয়ে সোনামুড়া মহকুমায় একাধিক গবাদি পশু মারা গিয়েছে।এই ঘটনা প্রথম ঘটতে শুরু করে ঐ মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়া ব্লকে।জানা গিয়েছে এই মুহূর্তে আনুমানিক ১০ থেকে ১৫টি গরু ইতিমধ্যেই মারা গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানান যে ঐ ব্লকের উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকা সহ বিস্তীর্ন এলাকায় এই রোগ ছড়িয়েছে ।
সেখানে গবাদি পশু পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এমন সংখ্যা প্রায় দু হাজারের মতো। তিনি বলেন এই রোগ সম্পর্কে তিনি পশু পালনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলতে গিয়ে জেনেছেন যে গরুর গায়ে গুটি বসন্তের মতো গুটি বেরিয়ে তা ছড়িয়ে পড়ে।মূলত অপরিষ্কার অবস্থায় গরু বা গোয়াল ঘর থেকে ছড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পবিত্র কর অভিযোগ করেন গবাদিপশুর মরক নিয়ে সরকার ও সংশ্লিষ্ট দফতরের কোনো হেলদোল নেই।
নিয়মিত কোনো ধরনের টিকা দেওয়ার যে পদ্ধতি রয়েছে তাও বন্ধ হয়ে আছে ফলে এই মুহূর্তে রোগটি মহামারীর দিকে যাচ্ছে বলে স্থানীয় মানুষের ধারণা বলে তিনি অভিযোগ করেন ।তিনি জানান রাজ্যের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ার খবর আসছে। তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগে এই মুহূর্তে কাঁঠালিয়া ব্লক এলাকাকে মহামারী ঘোষণা করে এ আই এসিসট্যানট সহ ডাক্তার নিয়োগ করে জরুরী ভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের জন্য ব্যবস্থা গ্রহণ করা ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতি পূরণের দাবি জানিয়েছে রাজ্য কৃষকসভা।তা নাহলে এই মহামারী ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে আয়ত্বের বাইরে চলে যাবার আশঙ্কা রয়েছে । রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র কর এক প্রেস বিবৃতির মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন।
Recent Comments