প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৩ ডিসেম্বর,,
মাথাপিছু আয় বেড়েছে রাজ্যবাসীর। এমনকি নাগরিকদের গড় আয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকেও ছাপিয়ে গেছে ত্রিপুরা। এক সময় ত্রিপুরার মাথাপিছু গড় আয় ছিল ৯৮ হাজার টাকা। বর্তমান সময়ে তা বেড়ে হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার টাকা। বিজেপি সরকারের সুশাসনের ফলেই তা সম্ভব হয়েছে। রবিবার আগরতলা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত ‘সরকার সে সমৃদ্ধি’ শীর্ষক সমবায় সম্মেলনে উপস্থিত হয়ে এই কথা বলেন কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রী অমিত শাহ। বর্তমান বিজেপি সরকারের শাসনে রাজ্য সমবায় ক্ষেত্র উন্নতির ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গুলির কথা তুলে ধরেন। এদিনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, কৃষিমন্ত্রী রতন লাল নাথ , সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো একাধিক মন্ত্রী, সাংসদ।
Recent Comments