প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৪ সেপ্টেম্বর,,
শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যে সম্মান প্রাপ্ত শিক্ষকদের নিজের সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। ৫ সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষে আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয়। গোটা দেশের সাথে রাজ্য শিক্ষক দিবসের অনুষ্ঠানে গুণী শিক্ষকদের সম্মানিত করা হয়। এবছর শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তাই শিক্ষক দিবসে সম্মান প্রাপ্ত রাজ্যের শিক্ষকদের শনিবার নিজের সরকারি বাসভবনে আমন্ত্রণ করে নেন মুখ্যমন্ত্রী। তাদের কর্মের জন্য তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। রাষ্ট্র নির্মাণের হিতে সমাজের মেরুদন্ড হিসেবে পরিচিত শিক্ষকরা যাতে আগামী দিনেও নিজেদের কর্ম প্রচেষ্টা জারি রাখেন তার জন্য আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী।
Recent Comments