সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১ অক্টোবর,,,
প্রধানমন্ত্রীর আহব্বানে এক অক্টোবর রবিবার গোটা দেশের সাথে ত্রিপুর রাজ্যেও ‘স্বচ্ছতা হি সেবা ‘ সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। একসাথে এক ঘন্টা সাফাই অভিযান অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভার সদস্য বিধায়ক থেকে শুরু করে রাজনৈতিক, প্রশাসনিক আধিকারিকরা এই কর্মসূচিতে অংশ নেন। সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সহ ব্যক্তিগত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি পালিত হয়েছে। একইভাবে শাসকদলের বিভিন্ন মন্ডল এবং বুথ স্তরে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযান হয়। আগরতলার এমবিবি চৌমুনীতে এদিন এই কর্মসূচির সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। মুখ্যমন্ত্রীর ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কারের নামেন।
দেশ এবং নিজের বাড়ির চারপাশকে সুন্দর রাখতে সমস্ত অংশের নাগরিকদের স্বচ্ছতা অভিযানে এগিয়ে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন খয়েরপুর পুরাতন আগরতলা ব্লকের সামনের স্বচ্ছতা হিসেবে বা কর্মসূচি পালন করেন খয়েরপুরের বিধায়ক প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, মন্ডল নেতা অমিত নন্দী সহ অন্যান্যরা। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। কর্মচারীরা সরকারি প্রতিষ্ঠানের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিতে সাফাই অভিযান করে তার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
Recent Comments