সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১১ এপ্রিল,,
গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উৎসব। এক মাস ব্যাপী রোজা শেষে ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মপ্রানদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। রাজ্যে প্রতিবছরের মতো এবারো ঈদের মূল অনুষ্ঠান হয়েছে আগরতলা শিবনগর গেদু মিয়া মসজিদে। সেখানে ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান। ধর্মপ্রাণরা সেখানে ঈদের নামাজ আদায় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া। ঈদ উপলক্ষে তিনি সংখ্যালঘু মুসলিম সহ সব অংশের নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।
তাছাড়াও রামনগর মসজিদে ঈদের নামাজে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহগুলিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের সময় ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পর্যাপ্ত পরিমাণ পুলিশের নিরাপত্তা রয়েছে। তবে ইদকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বরং সামাজিক মাধ্যমে এবং সর্বত্রই জাতি -উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের শুভেচ্ছা বিনিময় চলছে।
Recent Comments