সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২১ অক্টোবর,,
ষষ্ঠীর রাতে শাসকদলের কর্মচারী নেতার দ্বারা পূজা মন্ডপে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজধানীর ৭৯টিলা উত্তরায়ণ সংঘ ক্লাবের পূজায়। অভিযোগ শুক্রবার গভীর রাতে এলাকারই শাসকদলের মন্ডল নেতা বাবুলের নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে। বাবুল একজন সরকারি কর্মচারী এবং শাসক দলের প্রভাবশালী নেতা। চাঁদা নিয়ে বিবাদের জের ধরে বাবুল সহ একদল দুষ্কৃতী শুক্রবার রাতে উত্তরায়ন সংঘের পুজোতে হামলা করে বলে অভিযোগ। হামরাকারীরা মন্ডপের সামনে থাকা বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের ছবিসহ শুভেচ্ছা বার্তার ফ্লেক্স ছিঁড়ে ফেলে।
একই সঙ্গে তারা মণ্ডপের সামনে চেয়ার সহ পূজার সামগ্রী ভাঙচুর করে। মন্ডপের নিরাপত্তায় থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীকেও তারা প্রচন্ড মারধর করে। পূজা মন্ডপের সামনে এই অতর্কিত হামলায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যার মত মণ্ডপ ছেড়ে বাড়ি পালিয়ে যান। পরে পুলিশ এবং টিএসআর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও শনিবার পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি।
Recent Comments