Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবররবি ঠাকুরের ১৬৩ তম জন্মদিনে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি।

রবি ঠাকুরের ১৬৩ তম জন্মদিনে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ মে,,

ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন উদযাপিত হলো রাজ্যে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে কবিগুরুর জন্মদিনে আগরতলাতে অনুষ্ঠিত হয় প্রভাব ফেরি সহ নানা অনুষ্ঠান। সবাই নিজ নিজ ভাবে কবিগুরুর জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।বিশ্বকবির জন্মদিনে সকালে আগরতলায় প্রভাত ফেরির আয়োজন করেন বাংলা সংস্কৃতি বলয়।

প্রভাত ফেরিতে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচা ছাত্রছাত্রীরা অংশ নেয়। উমাকান্ত স্কুল প্রাঙ্গণের সামনে থেকে শুরু হয়ে এই প্রভাত ফেরী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

ছন্দনীড়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র ভবন প্রাঙ্গনে কবিপ্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু শিল্প প্রতিষ্ঠানের শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও আয়োজিত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ ৬ জন চিত্রশিল্পী অনুষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালীন চিত্র অংকন করেন।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকদের উৎসাহ লক্ষণীয় ছিল। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তুলসীবতী স্কুলে এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল নন্দন সরকার , আগরতলা পুরো নিগমের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত ,উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যানের রাজ্য কনভেনার মনোজ রায় এবং স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস ইউ আই বিশ্ব কবিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করে। মূল অনুষ্ঠানটি হয় কংগ্রেস ভবন প্রাঙ্গণে।

সেখানে বিশ্ব কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন যুব কংগ্রেস এবং এনএসইউআই কর্মীরা।মেলারমাঠ ছাত্র যুব ভবনে রবি ঠাকুরের ১৬৪তম জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে বামপন্থী ছাত্র যুব সংগঠন।

ডি ওয়াই এফ আই ,এস এফ আই, টি এস ইউ নেতৃত্ব এবং কর্মীরা কবিগুরুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments