Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবররবিবারের সন্ধায় আগরতলায় সুফি সঙ্গীতের জলসা "সুফিয়ানা ব্লেন্ড উইথ কথক।"

রবিবারের সন্ধায় আগরতলায় সুফি সঙ্গীতের জলসা “সুফিয়ানা ব্লেন্ড উইথ কথক।”

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৭মে,,,

সুফি সঙ্গীত এবং কথক নৃত্যের মেলবন্ধনে রবিবার সন্ধ্যায় মনোজ্ঞ-সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংস্থা ‘কালচারাল কোয়েস্ট’। ‘সুফিয়ানা ব্লেন্ড উইথ কথক ‘ শীর্ষক এই অনুষ্ঠান আগরতলায় নজরুল কলাক্ষেত্রে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে। অনুষ্ঠানে কথক নৃত্য পরিবেশন করবেন লখনৌ থেকে আগত আন্তর্জাতিক কথক শিল্পী সুরভী সিং। সংগীত পরিবেশনায় থাকবেন লখনৌ ঘরানার ব্রিজেন্দ্রনাথ শ্রীবাস্তব। তবলায় থাকবেন বিকাশ মিশ্র। সেতারে থাকবেন নিরাজ মিশ্র।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সম্পাদক সানিত দেবরায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির প্রবক্তা শুভাশিস দত্ত। তিনি বলেন সুফি সঙ্গীত এবং কথক নৃত্যের মোবাইল বন্ধনে একটি ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে কালচারাল কোয়েস্ট। অনুষ্ঠানে আগত শিল্পীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রয়েছেন। নজরুল কলাক্ষেত্র সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments