Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরযুক্তরাষ্ট্র প্রকাশিত তালিকায় চমক ত্রিপুরার; বিশ্বসেরা এনআইটির ৪ অধ্যাপক।

যুক্তরাষ্ট্র প্রকাশিত তালিকায় চমক ত্রিপুরার; বিশ্বসেরা এনআইটির ৪ অধ্যাপক।

আগরতলা,, ২৩ সেপ্টেম্বর,,

মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা দ্বারা প্রকাশিত বিশ্বের দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় নাম উঠে আসলো আমাদের রাজ্যের জিরানীয়া স্থিত এন আই টি আগরতলার ৪ জন অধ্যাপকের। কৃতি ৪ অধ্যাপকের মধ্যে ৩ জনই ত্রিপুরার নাগরিক এবং একজন রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের পার্শ্ববর্তী রাজ্যের। আন্তর্জাতিক স্তরে বিজ্ঞানীদের তালিকায় থাকা এনআইটি আগরতলার ৪ অধ্যাপক হলেন গণিত বিভাগের অধ্যাপক ডঃ অপু কুমার সাহা, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ বিশ্বজিত্ সাহা, কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সুয়েল নমশুদ্র এবং ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক ডঃ জয়ন্ত রক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশকদের একটি দল দ্বারা পরিচালিত বিষয়ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে প্রতি বছর বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশিত হয়। ২২ টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪টি উপ-ক্ষেত্রে বিজ্ঞানীদের শ্রেণীবদ্ধ করে স্ট্যান্ডার্ড সায়েন্স-মেট্রিক্স অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা হয়। এই বছরে ত্রিপুরা রাজ্যের এন আই টি আগরতলার চার জন অধ্যাপক এই বিশেষ মর্যাদাপূর্ণ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন। এই বিষয়টি রাজ্যের জন্য অত্যন্ত গর্বের মনেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments