প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ জুলাই,,
যাত্রাপুর থানা এলাকায় গভীর জঙ্গলে হানা দিয়ে গাঁজার নার্সারি ধ্বংস করল পুলিশ। শনিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে ওসি সুব্রত দেবনাথ এর নেতৃত্বে পুলিশ এবং টিএসআর গাঁজা বিরোধী অভিযানে নামে। থানা এলাকার পৃথক পৃথক ভুলে যা গিয়ে জঙ্গলের ভেতর পর পর সাতটি নার্সারি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ওসি সুব্রত দেবনাথ দাবী করেছেন।
গাঁজা বাগান ধ্বংসের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ওসি সুব্রত দেবনাথ বলেন যাত্রাপুর থানা এলাকায় চলতি মরশুমে কাউকে গাঁজা বাগান করার সুযোগ দেওয়া হবে না। এদিনের অভিযানে ওসি সুব্রত দেবনাথ সহ ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরুপ দেববর্মা, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ অন্যান্যরা। যদিও স্থানীয় সূত্রের অভিযোগ প্রথম দফায় এক দুটি নার্সারি ধ্বংস করে থানার পুলিশ কমিশনের রেট চাঙ্গা করতে চাইছে। পুলিশের মদতেই থানা এলাকার বিভিন্ন স্থানে গাঁজা চাষ ব্যাপক হচ্ছে বলে অভিযোগ।
Recent Comments